Helpline: 01880-171717

সাধারণ মেয়াদী বীমা (মুনাফাবিহীন)
সুবিধাসমূহ :- 

১. এই পরিকল্পে প্রিমিয়ামের হার অত্যন্ত কম।

২. বীমা চালু থাকা সাপেক্ষে বীমার মেয়াদপূর্তিতে মূল বীমা অংক এককালীন অথবা বীমার মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে মনোনীতককে প্রদান করা হয়। 

৩. এই পরিকল্পের সাথে সামান্য বাড়তি প্রিমিয়াম দিয়ে সহযোগী বীমা হিসাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (DIAB)/ দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানী বীমা (PDAB)/  ও হাসপাতাল বীমা (HI)/  প্রিমিয়াম মওকুফ (WP)/  পারিবারিক নিরাপত্তা বীমা (FIR)/অথবা গুরুব্যাধি বীমা (MDB)  নিতে পারেন। 

৪. প্রিমিয়াম বার্ষিক পদ্ধতিতে নেয়া হয়। তবে ষান্মাসিক ও ত্রৈমাসিক কিস্তিতে দেয়ারও সুবিধা আছে। 

৫. এই বীমার অধীনে প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত।
 
 
 

আপনার যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- HOTLINE: +8801880171717/ +8802-9587734-37/- Website is Renovated.