মাসিক সঞ্চয় পরিকল্প
|
সুবিধাসমূহ :-
১। মেয়াদপূর্তিতে প্রাপ্য :- বীমা গ্রাহক মেয়াদপূর্তি পর্যন্ত জীবিত থাকলে নিয়মিত প্রিমিয়াম জমাদান সাপেক্ষে বীমা অংকের উপর নির্ধারিত আকর্ষণীয় লাভসহ পুরো বীমা অংক বীমাদাবী হিসেবে এককালীন পরিশোধ করা হবে। ২। মৃত্যুতে প্রাপ্য :- বীমা চালু থাকা অবস্থায় নিয়মিত প্রিমিয়াম জমাদান সাপেক্ষে মেয়াদের মধ্যে যে কোন সময় বীমাকৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার মনোনীতক কে মৃত্যু দিন পর্যন্ত অর্জিত মুনাফাসহ পুরো বীমা অংক প্রদান করা হবে। ৩। সহযোগী বীমার সুবিধা :- (ক) দুর্ঘটনাজনিত বীমা :- দুর্ঘটনাজনিত বীমার অধীনে দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য বীমা অংকের সমপরিমাণ অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে অর্থাৎ বীমা অংকের দ্বিগুণ দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে বীমাদাবীর টাকা প্রদান করা হবে। (খ) স্থায়ী অক্ষমতা ও দুর্ঘটনাজনিত বীমা :- সাধারণত দুর্ঘটনার ফলে শারীরিক আঘাতজনিত মৃত্যু অথবা অঙ্গহানি বা পঙ্গুত্ব এর জন্য স্থায়ী অক্ষমতা ও দুর্ঘটনাজনিত সহযোগী বীমা প্রদান করা হবে। অর্থাৎ দুর্ঘটনার ফলে শারীরিক আঘাতজনিত মৃত্যু অথবা অঙ্গহানি বা পঙ্গুত্বের জন্য বীমা গ্রহীতার নমিনীকে পুরো বীমা অংক প্রদান করা হবে। ৪। ইহা একটি দলিল ভিত্তিক পরিকল্প এবং এই এমএসপি-তে মাসিক পাকা রশিদের ব্যবস্থা রয়েছে। ৫। এ পরিকল্পে মাসে মাসে প্রিমিয়াম জমাদানের সুবিধা রয়েছে। ৬। অল্প টাকায় জীবন বীমার সুবিধা গ্রহণ করা যায়। ৭। সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দেয়ার সুবিধা রয়েছে। ৮। মেয়াদ শেষে এককালীন টাকা পাওয়ার সুবিধা থাকায় জীবনের শেষ বয়সের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা যায়। |