প্রিমিয়াম ফেরত বীমা (নিশ্চিত লাভযুক্ত) |
দেশের দরিদ্র জনগণের জন্য ইহা একটি সহজ লভ্য এবং আকর্ষণীয় পরিকল্প। এই পরিকল্পে বীমা গ্রহীতা পলিসির মেয়াদ পূর্তিতে প্রদত্ত সকল মূল প্রিমিয়াম (Basic Premium) ফেরত দেয়া হয় এবং সাথে লভ্যাংশ হিসাবে বীমা অংকের ২৫% (পঁচিশ ভাগ) লাভ দেয়া হয়।পলিসি চালু অবস্থায় বীমা গ্রাহক মৃত্যুবরণ করলে তার মনোনীতকে মূল বীমাঅংক প্রদান করা হয়। গ্রাহকের মৃত্যুতে টাকা প্রদানের ক্ষেত্রে গ্রাহক কর্তৃক নির্বাচিত ব্যক্তি (মনোনীতক) কে বীমা দাবীর টাকা প্রদান করা হয়। এই পরিকল্পে প্রিমিয়ামের হার অত্যন্ত কম। এই পরিকল্পে ১০,১৫ ও ২০ বৎসর মেয়াদী পলিসি নেয়া যায় এবং বীমা গ্রহণের বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর। |