দ্বিগুণ প্রদান (এককালীন প্রিমিয়াম) বীমা |
এই পরিকল্পে বছর বছর প্রিমিয়াম দেয়ার ঝামেলা থাকে না। বীমার শুরুতে এককালীন হিসেবে একবারই মাত্র প্রিমিয়াম প্রদান করতে হয়। এই পরিকল্পে মেয়াদ পূর্তিতে দ্বিগুণ এবং মেয়াদের মধ্যে অকাল মৃত্যুতে দ্বিগুণ বীমা অংক বীমা গ্রাহককে প্রদান করা হয়। এই পরিকল্পে ৮,১০,১২ ও ১৫ বৎসর মেয়াদী পলিসি নেয়া যায়। |