দেনমোহর বীমা
|
সুবিধাসমূহ :-
১. বীমাকৃত ব্যক্তির জীবদ্দশায় বীমার নির্দিষ্ট মেয়াদ শেষে সম্পূর্ণ বীমাঅংক অর্জিত মুনাফাসহ প্রদান করা হবে। ২. বীমা চলাকালীন বীমাকৃত ব্যক্তির অকাল মৃত্যুতে মৃত্যু দিন পর্যন্ত অর্জিত মুনাফাসহ তার স্ত্রী তথা মনোনীতককে প্রদান করা হবে। ৩. এই পরিকল্পের সাথে সামান্য বাড়তি প্রিমিয়াম দিয়ে সহযোগী বীমা হিসাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (DIAB)/ দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানী বীমা (PDAB)/ ও হাসপাতাল বীমা (HI)/ প্রিমিয়াম মওকুফ (WP)/ পারিবারিক নিরাপত্তা বীমা (FIR)/অথবা গুরুব্যাধি বীমা (MDB) নিতে পারেন। ৪. প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর (ওহপড়সব ঞধী) রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত। ৫. প্রিমিয়াম বার্ষিক পদ্ধতিতে নেয়া হয়। তবে ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক কিস্তিতে দেয়ারও সুবিধা আছে। |