গ্রুপ বীমা |
সুবিধা :-
১। অত্যন্ত কম প্রিমিয়ামে অনেক বেশী বীমা অংকের সুবিধা প্রদানসহ দুর্ঘটনার ঝুঁকিও গ্রহণ করা হয়। ২। অকাল মৃত্যুতে গ্রুপ বীমার সদস্যগণ বীমাকৃত অংক এককালীন পেতে পারেন। ৩। মৃত ব্যক্তির পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। ৪। গ্রুপ মেয়াদী বীমার বিশেষ স্কীমে মেয়াদ পূর্তিতে বীমাকৃত টাকা পাওয়া যায় এবং এই টাকা বিনিয়োগ করে অবসরকালীন অর্থ কষ্ট লাঘব করতে পারেন। ৫। নামমাত্র প্রিমিয়াম দিয়ে অতিরিক্ত দুর্ঘটনাজনিত সহযোগী বীমার সুবিধা নেয়া যায়। |